‘মোখা’ কতটা ভয়াবহ ও বিপজ্জনক হতে পারে
তা দেখতে কক্সবাজারে ভিড় জমিয়েছেন বহু মানুষ ।
ভাবছি, মানুষ কতটা অপরিণামদর্শী ও উদাসীন হতে পারে।
বিপদকে উৎসবে পরিণত করা, উপভোগ করা
একটি নব্য জাহেলিয়্যাত ও কালচারাল সেক্যুলারিজম।
বিপদ আসে আত্মজিজ্ঞাসায় উদ্বুদ্ধ করতে।
বিপদে আল্লাহকে স্মরণ করতে হয়,
আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়।